বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৩:২৫ এএম, ২২ আগস্ট ২০১৬ সোমবার | আপডেট: ১১:৪৯ পিএম, ২৩ আগস্ট ২০১৬ মঙ্গলবার
জয়পুরহাট: হিলি সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা দাবিদারবিহীন এই শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, জয়পুরহাটে ৩ বর্ডার গার্ড রেজিমেন্টের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দলের অভিযানে রোববার এই বিপুল পরিমাণ অবৈধ বিদেশি শাড়ি উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি হিলি বিজিবির বিওপি ফকিরপাড়ার ধরন্দা আদর্শ ক্লাবের পাশের আনসারের গুদাম থেকে তিন হাজার আটশত ৬৪টি ভারতীয় শাড়ি, ২০ সেট থ্রিপিস ও ৫৪০ মিটার থান কাপড় উদ্ধার করে। এসময় বিজিবির আগমণ টের পেয়ে চোরাচালানে জড়িত ১০/১২ ব্যক্তি ও শ্রমিক পেছনের দেয়াল টপকে পালয়ে যায়।
উদ্ধার করা শাড়ি ও কাপড় হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এ সূত্রে বিজিবি-৩ এর অধিনায়ক লে. কর্নেল মুস্তাফিজ তার ব্যাটালিয়নের আওতাভুক্ত এলাকা জয়পুরহাট ও দিনাজপুরের হিলিবাসীকে চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। প্রসঙ্গত, চোরাচালন সংশ্লিষ্ট গোপন সংবাদদাতাকে বিজিবি নিয়মমতো অর্থ সম্মানি ও ধন্যবাদ জ্ঞাপন করে থাকে।
নিউজওয়ান২৪.কম/একে
