ফের ড. কামালের চিঠি...
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৪১ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার

ফাইল ছবি
জরুরি ভিত্তিতে সংলাপে বসার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
প্রধানমন্ত্রীকে লেখা তার চিঠিটি রোববার দুপুর ১২টার দিকে ধানমন্ডির কার্যালয়ে পৌঁছে দেন গণফোরামের তিন নেতা- আ ও ম শফিক উল্লাহ, জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক আহমেদ।
গেল শনিবার রাতে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে দ্বিতীয় দফায় সংলাপ চেয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সংলাপ চেয়ে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের পক্ষে চিঠি দেন ড. কামাল হোসেন। এরপর গত ১ নভেম্বর গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট।
নিউজওয়ান২৪/জেডএস