`কিছু ভারতীয়কে বুঝিয়ে দিতে হবে চীনা ভিসা পাওয়াও সহজ কর্ম নয়`
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার | আপডেট: ১১:৩৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬ শনিবার

তিন চীনা সাংবাদিকের ভিসার মেয়াদ না বাড়ানোয় ভারতকে হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশি দেশটির সরকারি মিডিয়া।
রবিবার চীনের এক সরকারি পত্রিকা মন্তব্য করে- চীন এনএসজিতে (নিউক্লিয়ার সাপ্লাইয়অর্স গ্রুপ)) সদস্যপদ পেতে ভারতকে সমর্থন না করার প্রতিক্রিয়ায় যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে তবে এর জন্য "গুরুতর পরিণতি" ভোগ করতে হবে ভারতকে।
দ্য গ্লোবাল টাইমস নামের ওই পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়- এমন ধারণা হচ্ছে যে চীন এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে বিধায় ভারত এভাবে বদলা নিচ্ছে। যদি নয়াদিল্লি সত্যিই এমন করে থাকে তবে এর পরিণতি গুরুতর হবে।
প্রসঙ্গত, চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়ার তিন সাংবাদিকের ভারত অবস্থানের ভিসা বাড়াতে সম্প্রতি অস্বীকার করে নয়াদিল্লি। এই তিনজন হলেন দিল্লি ব্যুরো প্রধান বো কিয়াং এবং মুম্বাইয়ে দায়িত্ব পালনরত দুই রিপোর্টার লু তাং ও মা কিয়াং।
তাদের চলমান ভিসার মেয়াদ চলতি মাসে শেষ হবে। তারা আবেদন করেছিলেন, চীন থেকে বদলি সাংবাদিকরা না আসা পর্যন্ত তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা হোক।
সম্পাদকীয়তে আরও বলা হয়- এবার ভিসা কাণ্ডে আমাদের একটা কিছু জবাব দেয়া উচিৎ। আমাদেরকে কমপক্ষে কিছু ভারতীয়কে এটা বুঝিয়ে দিতে হবে যে চীনা ভিসা পাওয়াও সহজ কর্ম নয়। ভিসা নবায়নের আবেদন খারিজের কারণ হিসেবে কিছু বলা হয় নাই। তবে কিছু ভারতীয় মিডিয়া বলছে, এই তিন চীনা সাংবাদিক নাম-পরিচয় এবং হুলিয়া বদলে দিল্লি ও মুম্বাইর স্পর্শকাতর কিছু প্রতিষ্ঠানে অনুপ্রবেশের চেষ্টায় রত ছিলেন। এমন খবরও আসছে যে এই সাংবাদিকরা নির্বাসিত তিব্বতীয়দের (দালাইলামা) সঙ্গে বৈঠক করেছেন।
চীনা সাংবাদিকদের ভিসা না বাড়ানোয় ভারতের সমালোচনা করে গ্লোবাল টাইমস আরও বলে- এ ঘটনা চীন-ভারতের মধ্যকার মিডিয়া কমিউনিকেশনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে।
কিছু বিদেশি মিডিয়া ভারতের এই পদক্ষেপকে "চীনা সাংবাদিক বহিষ্কার`` হিসেবে মূল্যায়ন করেছে।নবভারতটাইমস
নিউজওয়ান২৪.কম/একে