এক হচ্ছেন কামাল-কাদের?
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

ফাইল ছবি
জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়ে ড. কামাল হোসেনের সঙ্গে এক মঞ্চে আসছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের অনুষ্ঠানে তারা এক হচ্ছেন।
আলোচনা সভায় ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকেই বক্তব্য রাখবেন।
কাদের সিদ্দিকীর ছোট ভাই ইকবাল সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা কোনো জোটে যাওয়ায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো নেইনি। তবে আজ আমাদের দলের প্রধান কাদের সিদ্দিকী কিছুটা ধারণা দেবেন।
এর আগে বুধবার বঙ্গবীর কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসভবনে দেখা করেন ড. কামাল হোসেন।
নিউজওয়ান২৪/জেডএস