NewsOne24

সংলাপে সন্তুষ্ট কামাল, অসন্তুষ্ট বিএনপি

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করলেও তাতে বিশেষ কোনো সমাধান পাননি বলে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার রাতে গণভবন থেকে বেরিয়ে তারা এ মন্তব্য করেন।

সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভানেত্রীর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বৈঠক, এরপর চলে রুদ্ধদ্বার আলোচনা। দুই পক্ষের ৪৩ জন নেতার আলোচনার মধ্যেই চলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপ্যায়ন।

রাত ১০টা ৪০ মিনিটে বৈঠক শেষে নেতারা বেরিয়ে আসার পর সাংবাদিকরা ছেঁকে ধরেন ঐক্যফ্রন্ট নেতাদের।

1.সংলাপে সন্তুষ্ট নয় বিএনপি, কামাল বলছে ভাল

সংলাপের বিষয়ে জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে গিয়েছিলাম। আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো আমরা সেখানে ছিলাম। আমাদের নেতারা সবাই বক্তব্য দিয়েছে। তারা তাদের নানা ধরনের অভিযোগের কথা বলেছেন। সরকারের বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। এরপর প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তব্য দিয়েছেন। তবে আমরা সে বক্তব্যে বিশেষ কোনো সমাধান পাইনি।

তিনি বলেন, সভা সমাবেশের বিষয়ে প্রধানমন্ত্রী একটি ভালো কথা বলেছেন। এ বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী কথা বলবেন।

সভা-সমাবেশের বিষয়ে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ঢাকাসহ সারা দেশে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করতে কোনও বাধা থাকবে না। তিনি সেটি আইনশৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছেন। সভা সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আলোচনায় সন্তুষ্ট নই। প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলার তালিকা চেয়েছেন।

2.সংলাপে সন্তুষ্ট নয় বিএনপি, কামাল বলছে ভাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো কথা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রী কোনো সুনির্দিষ্ট কথা বলেননি।

সংলাপ নিয়ে বিএনপি আশাবাদী কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি সন্তুষ্ট নই। আমরা তফসিলের ব্যাপারে বলেছি। তিনি বলেছেন, তাদের দেয়ার এখতিয়ার নেই। তফসিল দেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের।

এসময় ড. কামাল হোসেন বলেন, আমরা সংলাপের সুযোগ পেয়েছি। আমরা আমাদের কথা প্রধানমন্ত্রীকে বলে এসেছি। উনি জানতে পেরেছেন। উনি উনার কথাগুলো বলেছেন।

জেএসপির সভাপতি আসম আবদুর রব বলেন, আমরা ৭ দফা কর্মসূচি দিয়েছি। মানা-না মানার দায়িত্ব হলো সরকারের। আমাদের কর্মসূচি আমরা দিয়েছি, এই নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এই সংলাপ শেষে দলের পক্ষে আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে গণভবনে সাংবাদিকদের সামনে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

3.সংলাপে সন্তুষ্ট নয় বিএনপি, কামাল বলছে ভাল

তিনি বলেন, খোলামেলা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী অখণ্ড মনোযোগ দিয়ে সবার কথা শুনেছেন। কারো কারো কথা তিন-চারবার শুনেছেন। কোনো বাধা দেননি, একটুও অধৈর্য হননি। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক রাখার বিষয়েও প্রধানমন্ত্রী একমত হয়েছেন বলে জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

সংলাপে অংশ নেয়া আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নেতা শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ঐক্য প্রক্রিয়ার নেতারা খালেদা জিয়ার মুক্তি চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়টি বিচার বিভাগের বিষয়। আদালতের বাইরে এ বিষয়ে তার কিছু করার নেই।

ঐক্য প্রক্রিয়ার নেতারা তত্ত্বাবাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধানে যা আছে সে অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না।

নির্বাচন পেছানোর কথা ঐক্যফ্রন্ট নেতারা বলেছিলেন জানিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এ ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে। তার সরকারের কিছুই করার নেই।

সংলাপে থাকা প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, আলোচনা হয়েছে। সংবিধানের মধ্যেই আমরা কথা বলেছি। সংবিধানের আলোকে আলোচনা হয়েছে। আলোচনা গঠনমূলক হয়েছে।

ঐক্যফ্রন্টের নেতাদের বক্তব্যে হতাশার সুর থাকলেও গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, বরফ গলতে শুরু করেছে।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের পর অন্য রাজনৈতিক দলগুলোকেও সংলাপে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকল্প ধারার পর সোমবার জাতীয় পার্টির সঙ্গে বসবেন তিনি। সংলাপের আমন্ত্রণ গেছে বাম গণতান্ত্রিক জোটের কাছেও।

নিউজওয়ান২৪/জেডএস