সংলাপে ডিনার না খাওয়ার সিদ্ধান্ত ঐক্যফ্রন্টের
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:১০ এএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে গিয়ে ডিনার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
এছাড়া তাদের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন ড.কামাল হোসেনসহ ঐক্যফ্রন্ট নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না নিউজওয়ান২৪-কে বলেন, আমরা সংলাপের জন্য যাব। ডিনারের জন্য নয়।
ডিনার প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরো বলেন, আমরা সেখানে ডিনার করবো না, সেটা জানিয়ে দিয়েছি।
নিউজওয়ান২৪/জেডএস