NewsOne24

সৌদিতে নয়া আইন: নারী-শিশু নিগ্রহে দণ্ড পাঁচ বছর জেল

নারীস্থান ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২০ জুলাই ২০১৬ বুধবার | আপডেট: ১০:৫৯ এএম, ২৫ জুলাই ২০১৬ সোমবার

ফাইল ফটো

ফাইল ফটো

নারী বা শিশু নিগ্রহ করলেই পাঁচ বছরের জেল- এমন কঠোর আইন করতে যাচ্ছে সৌদি আরব।

এ সংক্রান্ত নয়া আইন দেশটির আইনসভা ও বাদশা কর্তৃক অনুমোদনের অপেক্ষায় আছে। বুধবার দেশটির আরবি ভাষার দৈনিক ওকাজ জানিয়েছে, আলোচিত আইনে জেলদণ্ডের সঙ্গে সঙ্গে পাঁচ লাখ দিরহাম জরিমানার বিধানও থাকবে।

পত্রিকার প্রতিবেদনে বলা হয়, যারা নারী ও শিশুদের অশ্লীল কথা বলবে কিংবা ব্লাকমেলিং করবে- তাদেরও ওই দণ্ডে দণ্ডিত করার বিধান থাকবে।

এই আইনে পাঁচ বছরের জেলদণ্ড হলো সর্বোচ্চ আর সর্বনিম্ন হচ্ছে ছয়মাস।

নিউজওয়ান২৪.কম/এসএল