জার্মানিতে ট্রেনে কুড়াল হামলা, পুলিশের গুলিতে নিহত আফগান
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৯ জুলাই ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৪১ পিএম, ২১ জুলাই ২০১৬ বৃহস্পতিবার

ঘটনার পর থামানো ট্রেনটির পাশে পুলিশ প্রহরা
ছুরি ও কুড়াল হাতে শরণার্থী এক আফগান কিশোরের হামলায় দক্ষিণ জার্মানিতে আহত হয়েছে ট্রেনের চার যাত্রী। এসময় পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী।
আল জাজিরা জানায়, বাভারিয়ার বুয়েজবার্গ এলাকার এক ট্রেনে এ হামলার ঘটনা ঘটে।
গতকাল (সোমবার) স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে বুয়েজবার্গের এ হামলার কারণ এখনো স্পষ্ট নয়।
বিবিসি জানিয়েছে, ওই কিশোর কেন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। তবে প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে, ‘আল্লাহু আকবর’ বলে ছেলেটি যাত্রীদের ওপর চড়াও হয়।
বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান জানিয়েছেন, ১৭ বছর বয়সী ওই কিশোর কাছাকাছি অচশেনফার্স্ট এলাকায় থাকতো। তিনি বলেন, ছেলেটি হঠাৎই কুড়াল ও ছুরি নিয়ে হামলে পড়ে। এতে অনেকেই মারাত্মকভাবে আহত হয়। তাদের কেউ কেউ এখন সম্ভবত মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
প্রথমদিকে ধারণা করা হয়েছিল এ ঘটনায় আহত হয়েছে অনেকে। তবে পরে ৪ জনের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আহতদের মধ্যে ৪ জনই হচ্ছে হংকংয়ের বাসিন্দা।
এ ঘটনা ফলত চ্যান্সেলর মের্কেলের জন্য নয়া সমস্যা তৈরি করতে যাচ্ছে।কারণ, বাভারিয়ার শাসক দল হচ্ছে ক্রিশ্চিয়ান সোশিয়াল ইউনিয়ন (সিএসইউ)। এই দলটি জার্মান শাসক অ্যাঙ্গেলা মের্কেলের দল কনজার্ভেটিখ ক্রিশ্চিয়ান ডেমোক্রেটস দলের জোটভুক্ত। আল জাজিরা জানায়, তিনি হয়তো ইউরোপে নয়া রাজনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছেন।
নিউজওয়ান২৪.কম/আরকে