NewsOne24

মনিবের কবর ছাড়ছে না উটটি

ফিচার ডেস্ক

নিউজওয়ান24.কম

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১৪ জানুয়ারি ২০১৫ বুধবার | আপডেট: ১১:১০ এএম, ১৮ মে ২০১৬ বুধবার

মালিক মারা গেছেন এক সপ্তাহ হলো। কিন্তু তার পোষা উটটি মালিকের কবর ছাড়ছে না। পাশে বসে কবরের কিছুক্ষণ পর পর ফোঁপানোর মত দীর্ঘস্বাস ছাড়ছে।

মৃত ব্যক্তির পরিবারের লোকজন জোরজবরদস্তি খাটিয়েও প্রভুভক্ত ওই উটকে ঘরমুখো করতে পারছে না। সৌদি আরবের প্রতিবেশি দেশ ইয়েমেনের এ ঘটনা মধ্যপ্রাচ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রবিবার পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, মনিবের প্রয়াণে শোকাতুর ওই উট এমনকি খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। প্রয়াত উট-মালিকের স্বজনরা জানান, মনিবের মৃত্যুর পর থেকে উটটিকে জোর খাটিয়ে ঠেঁসেঠুঁসে খাওয়ানো হচ্ছে।

সৌদি আরব থেকে প্রকাশিত দৈনিক সাদা জানায়, ইয়েমেনের মধ্যাঞ্চলের বসিন্দা উটের মনিবকে দাফন করার পর থেকে উটটি তার কবরে বসে আছে। স্বজনরা জানান, উটটিকে কিছুতেই সরানো যাচ্ছে না সেখান থেকে। রাতের বেলা বেশ জবরদস্তি চালিয়ে টেনে-হিঁচড়ে উটটিকে খামারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভোরে ওই খামারের দরোজা খোলার সঙ্গে সঙ্গেই ছুটে দৌড়ে যায় কবরস্থানে।

এমন অবস্থা গত এক সপ্তাহ ধরে চলছে বলে জানিয়েছে পত্রিকাটি।

জেএস/