NewsOne24

ইসির সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৮:৪১ এএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে আজ (মঙ্গলবার) দুপুর ৩টায় বৈঠক স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ সময় তিনি বলেন, আপাতত নির্বাচন কমিশনের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠক কবে অনুষ্ঠিত হতে তা জানিয়ে দেয়া হবে। 
 
বৈঠক স্থগিতের কারণ জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে আলোচনা হবে, তাই কমিশনের সঙ্গে ৩০ অক্টোবরের বৈঠকটি স্থগিত করা হয়েছে। 
 
এর আগে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল যে, সোমবার বিকাল ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে।  

নিউজওয়ান২৪/এএস