NewsOne24

ঢাকায় ঐক্যফ্রন্টের জনসভা ২ নভেম্বর 

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২ নভেম্বর (শুক্রবার) ঢাকায় জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভার জন্য সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা নির্ধারণ করে পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে। 

আজ সোমবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। এ সময় রিজভী বলেন, ২রা নভেম্বর বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার জন্য অনুমতিও চাওয়া হয়েছে।

এদিকে নভেম্বরের ২ তারিখ রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা করার কথা ছিল। এ বিষয়ে রিজভী বলেন, রাজশাহীতে জনসভা ২রা নভেম্বর থেকে থেকে পিছিয়ে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, দপ্তর সহ সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

নিউজওয়ান২৪/এএস