NewsOne24

ইন্দোনেশিয়ায় ১৮৮ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:০৩ এএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইন্দোনেশিয়ায় ১৮৮ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় সাগর পাড়ি দেয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্মকর্তাদের আশঙ্কা, ১৮৮ জন আরোহী নিয়ে বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ সাংবাদিকদের জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত। 

লায়ন এয়ার ইন্দোনেশিয়ায় স্বল্প বাজেটের বিমান পরিবহন সংস্থা হিসেবে পরিচিত। দুর্ঘটনাকবলিত বিমানটি বোয়িং ৭৩৭ মডেলের বলে জানা গেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী এডওয়ার্ড সিরাইট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারছি না। আমরা যাবতীয় তথ্য সংগ্রহের চেষ্টা করছি।

এর আগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়। 

সূত্র: বিবিসি, রয়টার্স

নিউজওয়ান২৪/জেডএস