NewsOne24

অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাপা: এরশাদ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:০৪ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ক্ষমতায় আসতে তার দল দেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন দেখতে চায়।

তিনি বলেন, ‘আমরা সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন চাই। ভোট ছিনতাই ও ডাকাতি ছাড়াই স্বচ্ছ ও গ্রহণযোগ্য পন্থায় নির্বাচন দেখতে চাই।’

রবিবার নবীনগর সরকারি হাইস্কুল মাঠে স্থানীয় জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

জাপা নির্বাচন বান্ধব দল উল্লেখ করে তিনি বলেন, তার দল নির্বাচনে অংশ নেবে। ‘নির্বাচন ছাড়া ক্ষমতায় পরিবর্তন আনা সম্ভব নয়। সুতরাং আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের ভাগ্যের অনেক পরিবর্তন আনতে চাই।’

বিশ্বাসযোগ্য পন্থায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে তার দল ক্ষমতায় আসবে বলেও বিশ্বাস করেন এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে খুন, সন্ত্রাস, জোরপূর্বক গুম এবং ব্যাংক থেকে অর্থ লুট বন্ধ করবে।

জনগণ নতুন দলকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে এরশাদ ক্ষমতায় যেতে তার দলের নেতা-কর্মীদের পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজওয়ান২৪/টিআর