স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ‘ডিমের তেল’
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি
প্রাকৃতিকভাবে চুল স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে ডিমের তেলের জুড়ি নেই। অবাক হচ্ছেন! ডিমের তেল আবার কী এই ভেবে?
ডিমের হলুদ রঙা কুসুমই এগ অয়েল বা ডিমের তেল হিসেবে পরিচিত। জেনে নিন এই তেলের উপকারিতা-
> এতে প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টোরেল এবং ফসফোলিপিডস রয়েছে যা চুলের বৃদ্ধি বাড়িয়ে চুল পড়া বন্ধ করে এবং চুলকে যাবতীয় পুষ্টি প্রদান করে।
> ডিমের তেল চুল পড়া বন্ধ করে। কারণ এতে রয়েছে ওমেগা ৩ ও ৬ ফ্যাটি অ্যাসিডসহ ইএফএ যা চুলের যত্নে অনন্য এক উপাদান। ইএফএ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে সেলের বৃদ্ধি ত্বরান্বিত করে। এই তেলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রোপার্টিস খুশকি ও চুল পড়া বন্ধে সাহায্য করে।
> এগ অয়েলে থাকা কোলেষ্টোরেল শুষ্ক চুলকে ময়েশ্চারাজড করে। যার ফলে চুল কন্ডিশনিং হয় এবং ফ্রিজিং ভাব দূর করে চুলকে করে ঝলমলে।
> এই তেলে থাকা লুটেইন এবং জেক্সানথিন অ্যান্টি-অক্সিডেন্ট ত্বক ও চুলের ড্যামেজ ভাব দূর করে এজিং ভাব রোধে সাহায্য করে থাকে। চুলের গোড়ায় এই তেলের প্রবেশ অক্সিজেনের মাত্রা বাড়িয়ে চুল আরো মজবুত করতে সাহায্য করে।
> বিভিন্ন গবেষণায় অনুযায়ী, স্কিন এবং চুলের জন্য অতীব জরুরী উপাদান হলো কোলেস্টোরেল। এটি সহজেই ত্বক ও চুলের গোড়ায় প্রবেশের মাধ্যমে শুষ্ক ও ড্যামেজড চুলকে স্বাস্থ্যজ্জ্বোল করে তোলে।
নিউজওয়ান২৪/আরএডব্লিউ