NewsOne24

যুক্তরাষ্ট্রে সিনাগগে গুলিতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:০২ এএম, ২৮ অক্টোবর ২০১৮ রোববার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসালভ্যানিয়ার পিটসবার্গ শহরে ইহুদিদের এক সিনাগগ চত্বরে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

অ্যালেগেইনি কাউন্টির ডেপুটি শেরিফ কেভিন ক্রাউস জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার শহরের ট্রি অব লাইফ সিনাগগে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণকারী রবার্ট বোয়ার্সকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরো জানায়, হাসপাতালে দুজনের অবস্থা সঙ্কটজনক।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামলায় অনেক লোক নিহত ও আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বন্দুকধারী সিনাগগে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে।

ট্রি লাইফ সিনাগগের ওয়েবসাইটের তথ্যানুযায়ী এটি একটি রক্ষণশীল ইহুদি ধর্মসভা। পিটসবার্গের ঐতিহাসিক ইহুদি জনবসতি স্কুইরল হিল এলাকায় এর অবস্থান।

নিউজওয়ান২৪/এমএস