চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহ
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রসূলবাগ আবাসিক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহসান উল্লাহর বিরুদ্ধে ৪০টির অধিক মামলা আছে। এসবের মধ্যে ২০টির মতো মামলা নিষ্পত্তি হয়েছে। অন্য মামলাগুলোতে জামিন নিয়ে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন।
নিউজওয়ান২৪/টিআর