বিএনপিতে মানুষের আস্থা নেই : কাদের
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ছবি সংগৃহীত
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতি এখন আর দেশের মানুষের আস্থা নাই। দেশের মানুষের কাছে ধানের শীষ এখন পেটের বিষ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর অদূরে সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশুলিয়ার ‘পলাশবাড়ি আমার স্কুল প্রাঙ্গণে’ পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়াকে মাইনাস করে কামালের সঙ্গে ঐক্য করে বিএনপি দেশে অসুস্থ রাজনীতির ষড়যন্ত্র করছে। অসুস্থ রাজনীতির জন্য অসুস্থ মানুষের সঙ্গে ঐক্যফ্রন্ট করেছে বিএনপি। দেশবাসীর কাছে এই ঐক্যফ্রন্টের কোনও ভিত্তিই নেই।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে নষ্ট রাজনীতির নব্য কাণ্ডারি আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, এই ঐক্যফন্ট হচ্ছে বিএনপির সন্ত্রাসী ও দোষীদের পুনর্বাসন কেন্দ্র। তারা সর্বদা খালেদা-তারেককে মাইনাস করার চেষ্টা করছে।
ওবায়দুল কাদের বলেন, তাদের সব বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা সংকুচিত। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড। জনগণ তাদের চিনে ফেলেছে।
বিএনপি খুনিদের দল। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল বলেও ঘোষণা করেছে বলে যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে। তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাসি। এই খুনি, সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত খালেদা-তারেকের বিএনপিকে জনগণ বিশ্বাস করে না।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহম্মেদের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলাম রাজীব প্রমুখ।
নিউজওয়ান২৪/এমএম