NewsOne24

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

ছবি: নিউজওয়ান২৪

ছবি: নিউজওয়ান২৪

সুষ্ঠু নির্বাচনসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে জনসভার মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি শুরু হয়েছে। এরইমধ্যে মঞ্চে এসেছেন গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া মঞ্চে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সাবেক ছাত্রনেতা সুলতান মো মুনসুরসহ আরো অনেকে।

বুধবার দুপুর ২টায় সিলেটের রেজিস্ট্রারি মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে জনসভা শুরু হয়। পরে গীতাপাঠ করা হয়।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে ফ্রন্টের আগামী দিনের রাজনৈতিক দিক-নিদেশণার কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবু তাহের চৌধুরীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় জনসভার কার্যক্রম। এছাড়া জনসভার বাইরের অংশে ছিলো ঐক্যফ্রন্টের ব্যানার ফেস্টুন।

নিউজওয়ান২৪/এএস