NewsOne24

জেদ্দায় মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী বোমা বিস্ফোরণ

বিশ্ব সংবাদ ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০২:০২ পিএম, ৪ জুলাই ২০১৬ সোমবার

লোহিত সাগর তীরবর্তী সৌদি শহর জেদ্দাস্থ মার্কিন কনস্যুলেটের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোমবার (৪জুলাই) সকালের এ ঘটনায় ওই আত্মঘাতী বোমাহামলাকারী বোমার বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।

তদন্ত কর্মকর্তারা তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এমিরেটস২৪৭ জানায়, ফজরের নামাজের আগে নিরাপত্তা কর্মকর্তারা মার্কিন কূটনৈতিক মিশন অফিসের পাশের সুলেমান ফকিহ হসপিটালের পার্কিংয়ের কাছে এক ব্যক্তির সন্দেহজনক উপস্থিতি দেখতে পায়। সোমবার রাত সোয়া দুইটার ঘটনা এটি। যখন নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির দিকে দিকে এগিয়ে যাচ্ছিল তখন সে কোমড়ের বেল্টে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় আত্মঘাতী বোমাবাজ নিহত ছাড়া দুজন নিরাপত্তা কর্মকর্তা সামান্য আহত হন বলে জানায় পুলিশ।ঘটনাস্থলের পাশে মার্কিন কনস্যুলেট অফিস, সুলেমান ফকিহ হাসপাতাল ছাড়াও রয়েছে একটি মসজিদ।

ঘটনার পর জেদ্দায় নিরাপত্তা বাহিনীকে সর্বেোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, চার জুলাই হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস।

নিউজওয়ান২৪.কম/এসএল