ইসরাইলের হাতছাড়া হচ্ছে দু`টি এলাকা
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১১:৫১ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি
চুক্তি শেষ হয়ে যাওয়ায় ইসরাইলের হাতছাড়া হয়ে যাচ্ছে দু'টি এলাকা। আইনগতভাবে জর্ডান এলাকা দুটির মালিকানা লাভ করবে।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন, সার্বভৌমত্ব নিয়ে তার দেশ কোনো ধরণের আলোচনায় যাবে না। ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে 'আল-ঘুমার' ও 'আল-বাকুরা' এলাকা ফিরিয়ে নেয়া হবে বলে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ঘোষণা দেয়ার পর থেকেই উদ্বেগে রয়েছে তেল আবিব। ১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্ডানের ওই দুই এলাকা ব্যবহার করে আসছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তারা ওই দুই এলাকার বিষয়ে জর্ডানের সঙ্গে আলোচনা করবে। কিন্তু জর্ডান তাতে রাজি নয়। এদিকে, ইসরাইলের কৃষিমন্ত্রী অ্যাভরি এরিল হুমকি দিয়ে বলেছেন, জর্ডান যদি আল-বাকুরা ও আল-ঘুমার এলাকাকে ফিরিয়ে নিতে চায় তাহলে দেশটির রাজধানী আম্মানের পানি বন্ধ করে দেয়া হবে।
নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়ায় জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, 'আল-ঘুমার' ও 'আল-বাকুরা' হচ্ছে জর্ডানের অবিচ্ছেদ্য অংশ। আইনি ও রাজনৈতিক ক্ষমতার ভিত্তিতে ওই দুই অঞ্চলকে ইসরাইলের কাছ থেকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
১৯৯৪ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী জর্ডান ওই এলাকা ইসরাইলকে ব্যবহারের সুযোগ দিলেও এর মেয়াদ আগামী বছর শেষ হয়ে যাবে। কিন্তু ইহুদিবাদী ইসরাইল এরপরও ওই দুই এলাকা নিজের দখলে রাখতে চাইছে।
নিউজওয়ান২৪/জেডএস