নির্বাচনকালীন মন্ত্রিসভায় খুব বেশি পরিবর্তন নয়
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:০৩ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ফাইল ছবি
নির্বাচনকালীন মন্ত্রিসভায় খুব বেশি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মন্ত্রিসভার আকার ছোট হওয়ার সম্ভাবনা খুব বেশি নেই। সব মন্ত্রণালয়েই অনেকগুলো প্রকল্প চলমান। মন্ত্রিসভার আকারে পরিবর্তন হলে কাজে ব্যাঘাত ঘটবে। সেক্ষেত্রে মন্ত্রিসভার আকার ছোট হলেও দু’একজন বাদ যাবেন আবার দু’একজন নতুন যুক্তও হতে পারেন।
মঙ্গলবার সচিবালয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার কেমন হবে তা আগামী ২৬ অক্টোবর সিদ্ধান্ত নেয়া হবে।
ওবায়দুল বলেন, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি, উপদেষ্টা কমিটি ও পার্লামেন্টারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য অনুযায়ী মন্ত্রিসভা ছোট হওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী পরিষদ সাইজে ছোট হলেও দুই একজন যুক্ত হতে পারেন, আবার কেউ কেউ বাতিলও হতে পারেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার মন্ত্রিসভার আকারে বড় কোনো পরিবর্তন নাও আনা হতে পারে বলে গতকাল সোমবার গণভবনে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিতই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজওয়ান২৪/এমএস