নিউ জার্সিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবন ধস
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভবন ধসে পড়েছে। ভবনের আগুন নেভানোর জন্য সোমবার সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা শুরু করেছে এবং গভীর রাতে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুনের লেলিহান শিখায় বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছেন।
খবরে আরো বলা হয়েছে, ভবনের নিচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হয়ে কিছুই বলা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অব্শ্য, সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন যে, এর আগে একবার এই ভবনের মালিক নিজে আগুন লাগিয়েছিলেন এবং এবারও হয়ত তিনি তাই করেছেন।
সমালোচনাকারীরা বলছেন, সরকারের কাছ থেকে বীমা সুবিধা নেয়ার জন্য ভবনের মালিক এ কাজ করে থাকতে পারেন।
নিউজওয়ান২৪/এএস