আবার মঠের সেবায়েত হত্যা, আবারও ঝিনাইদহে
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ১১:৫৭ এএম, ১ জুলাই ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:০২ পিএম, ৪ জুলাই ২০১৬ সোমবার
ঝিনাইদহ: পুরোহিতের পর ঝিনাইদহে এবার সেবায়েত হত্যার ঘটনা ঘটলো। আজ (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত খুনিরা উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শ্রীশ্রী রাধামদন গোপাল মঠে কর্মরত শ্যামানন্দ দাস ওরফে বাবাজিকে (৫০) কুপিয়ে হত্যা করে।
গত সাত জুন জেলার নলডাঙ্গায় হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকেও একই কায়দায় হত্যা করা হয়।
শুক্রবার সকালে নিহত শ্যামানন্দ নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামের কিরণ চন্দ্রের ছেলে।
সদর থানা ওসি হাসান হাফিজুর রহমান জানান, দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম শ্যামনন্দ ঘটনাস্থলে মারা যান। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
আগের আরও অনেকগুলো গুপ্তহত্যার মতো এক্ষেত্রেও মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি হত্যাকাণ্ড ঘটায় বলে একজন প্রত্যক্ষদর্শী জানান। নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, প্রতিদিনকার মতো পূজার ফুল তুলতে মঠ থেকে বের হয়েছিলেন শ্যামানন্দ। এসময় শহরের দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে আসা তিন ব্যক্তি শ্যামানন্দকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
মাথায় ক্যাপ পড়া হত্যাকারীদের মুখ গামছায় বাঁধা ছিল। তাদের একজনের হাতে ছিল রামদা।
হত্যাকাণ্ড প্রসঙ্গে ঝিনাইদহ পুলিশ সুপার শেখ আলতাফ হোসেন জানান, যেভাবে যে কৌশলে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তার সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন জঙ্গি হামলা ও হত্যার ঘটনার মিল রয়েছে। এক্ষেত্রেওে ছিল মোটরসাইকেল এবং তিন খুনি। তারা সেবায়েতের মাথা ও ঘাড়ে একাধিক কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে।
উল্লেখ্য, গত ১০ জুন পাবনা জেলার সদর উপজেলার হিমাইতপুর গ্রামের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর তিন দিন আগে (৭ জুন) ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় এলাকায় হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৭০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
নিউজওয়ান২৪.কম/আরকে
