NewsOne24

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ২৪ অক্টোবর সিলেটে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি ও ঐক্যফ্রন্ট শরীকরা।  রোববার জনসভার অনুমতি দেয় সিলেট জেলা প্রশাসন।

বুধবার সকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করবেন ড. কামাল ও ফখরুলের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা।

বিকেলে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যফ্রন্ট নেতা ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সভাপতিত্ব করবেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম জানান, সমাবেশের জন্য প্রস্তুতি আগেই নেয়া ছিল। জনসভায় ব্যাপক লোকসমাগম হবে, ইনশাল্লাহ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, সিলেট থেকেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ঐক্যফ্রন্টের মাঠের কর্মসূচি। মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে ঐক্যযাত্রা। আর এ যাত্রায় শরিক হচ্ছে সিলেটবাসী। এজন্য আয়োজনে থাকছে না কোনো ত্রুটি।

লোকসমাগমের জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আজমল বখ্‌ত সাদেক বলেন, সমাবেশের জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়া হয়েছে। জাতীয় নেতারা এলে সিলেটের রাজপথে জনতার ঢল নামবে। বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা সিলেটে শান্তিপূর্ণ সমাবেশ করতে প্রস্তুত।

নিউজওয়ান২৪/এএস