‘স্বার্থান্ধ’ বাস ধর্মঘট: নাটোর-রাজশাহী রুটে যাত্রী ভোগান্তি চরমে
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৩০ জুন ২০১৬ বৃহস্পতিবার
ফাইল ফটো
রাজশাহী: বাস মালিকদের দ্বন্ধের জের ধরে নাটোর-রাজশাহী রুটে দ্বিতীয় দিনের মতো সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে ঢাকায় সরাসরি বাস চলাচল।
বাস মালিকদের এই ধর্মঘটের কারণে এ রুটে চলাচলকারী যাত্রীরা সকাল থেকেই বাস টার্মিনালে এসে ভোগান্তির শিকার হচ্ছেন। ঈদের আগে এই ধরনের ‘স্বার্থান্ধ’ ধর্মঘটের কারণে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
গতককাল বুধবারও এ রুটে কোনো বাস চলাচল করেনি। বাস মালিক ও শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনার সূত্রপাত বলে পরিবহন সংশ্লিষ্টরা জানান। নাটোরে থাকা ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের দু’টি কাউন্টার বন্ধ করে দেওয়ার জেরে যাত্রী হয়রানিকর এ পরিবহন র্ধঘটের শুরু হয়েছে।
এ প্রসঙ্গে নাটোর বাস মালিক সমিতির সভাপতি লঙ্কণ পদ্দার বলেন, বুধবার দুপুরে নাটোর বাস টার্মিনালে রাজশাহীর বাস মালিকদের ঢাকায় চলাচলকারী ন্যাশনাল ও দেশ ট্রাভেলসের দুটি কাউন্টার বন্ধ করে দিয়েছে নাটোর বাস মালিক সমিতি। এর জের ধরেই বুধবার দুপুর থেকে নাটোর-রাজশাহী রুটে এখন বৃহস্পতিবার দুপুর) পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে বিষয়টি নিরসনের জন্য প্রশাসন এবং বাস মালিকদের সকল সংগঠন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
নিউজওয়ান২৪.কম/এসএল
