NewsOne24

জাগপার সভাপতি রেহানা প্রধান আর নেই

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কেয়া হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা, ডায়াবেটিকসসহ জটিল রোগে ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাগপার মহাসচিব খন্দকার লুৎফুর রহমান। 

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী রেহানা প্রধান ’৭২ এ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে ধারাবাহিক রাজনীতির সূচনা করেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ও ত্যাগ রয়েছে। দীর্ঘ ১৩ বছর জাগপার সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের আকস্মিক ইন্তেকালের পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিউজওয়ান২৪/এমএস