পাকিস্তানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫২ এএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যাত্রীবাহী দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে প্রদেশের দেরা গাজি খান জেলার মুলতান সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন।
ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, বেপরোয়া গতির দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। বাস কেটে তাদের লাশ বের করা হয়েছে।
প্রদেশটির পুলিশ জানিয়েছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
নিউজওয়ান২৪/এমএস