NewsOne24

বিদ্যুৎ বিপর্যয়ে রাজশাহী শহর, অন্ধকারে অনেক এলাকা

জেলা সংবাদদাতা

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ১১:৫৯ পিএম, ২৩ জুন ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ১১:০২ এএম, ২৪ জুন ২০১৬ শুক্রবার

রাজশাহী: গত বুধবার সন্ধ্যা সাতটার দিক থেকে বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে গোটা রাজশাহী। এতে করে বিদ্যুৎ নির্ভর সব কার্যক্রম প্রায় থমকে আছে।

বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে আছে কম্পিউটারের দোকান, ফটোকপির দোকানসহ বিভিন্ন দোকানপাটের।

এদিকে, বুধবার সন্ধ্যায় ইফতারি শুরুর পর বিদ্যুৎহীন হয়ে পড়ার পর বৃহস্পতিবার ভোরে অন্ধকারের মধ্যেই রাজশাহী নগরীর রোজদারদের সেহরি খেতে হয়েছে। নামাজও আদায় করতে হয়েছে প্রায় অন্ধকারের মধ্যে।

রাজশাহী বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী ওয়াজেদ আলী বলেন, বুধবার সন্ধ্যায় বৃষ্টির সময় কাটাখালি গ্রিডে বজ্রপাত হয়। এতে একটি ট্রান্সফরমার পুড়ে যায়।এই ট্রান্সফরমারটি দিয়েই রাজশাহী শহরের গোটা বিদ্যুৎ সরবরাহ করা হতো। ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় গোটা রাজশাহীর বিদ্যুতের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তারপর থেকেই রাতে গোটা রাজশাহী অন্ধকারে ডুবে আছে।

তিনি বলেন, কতক্ষণ নাগাদ ট্রান্সফরমারটি মেরামত করা যাবে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। তবে তা সারাতে আরো কিছু সময় লাগবে। রাতে কয়েকবার সারানোর চেষ্টা করা হলেও সেটি বিফলে গেছে।

তবে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় থেমে থেমে বিদ্যুৎ এলেও সেটি কিছুক্ষণ পরেই আবার চলে যায় । এতে করে চরম বিপাকে পড়েছে রাজশাহী শহরবাসী ।

নিউজওয়ান২৪.কম/এসএল