NewsOne24

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ বন্ধ করা হয়নি: কাদের

নিজস্ব প্রতিবেদক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সিলেটে আহ্বান করা সমাবেশ বন্ধ করা হয়নি বরং নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ২৩ অক্টোবর সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সমাবেশের ডাক দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি বিএনপি নেতাদের জানিয়ে দেয়া হয়।

ঐক্যফ্রন্টের গোড়াতেই গলদ রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘ঐক্যফ্রন্টের নেতারা শুরুতেই জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছেন।’

তিনি আরও বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ বিরাজ করছে এবং জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়। সেই ভোটমুখী জনগণকে আন্দোলনমুখী যারা করতে চাইবে তারা বোকার স্বর্গে বসবাস করছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক নিয়ে মন্ত্রী জানান, চন্দ্রা ফ্লাইওভারের কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে তা চালু করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪/টিআর