বাপ-বেটা-শ্বশুর বিকল্পধারা থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। এতে করে দলটি থেকে বহিষ্কার হলেন বাপ-বেটা ও শ্বশুর।
বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমীন বেপারীকে সভাপতি ও দলের সহসভাপতি অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে মহাসচিব করে দলটি নতুন কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
নতুন সভাপতি নুরুল আমীন বেপারী বলেন, দু-একদিনের মধ্যেই তলবিসভা ডেকে নতুন কমিটি ঘোষণা করা হবে। বি চৌধুরী অত্যন্ত ভাল মানুষ হলেও তার ছেলে মাহী বি চৌধুরীর কুটচালে তিনি শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেননি। তিনি আরো বলেন, আজকে মেজর মান্নানের দুর্নীতির খবর বের হয়েছে। কোনো দুর্নীতিবাজ বিকল্পধারায় থাকতে পারে না।
নতুন মহাসচিব শাহ আহমদ বাদল বলেন, সংবাদ সম্মেলনের জন্য আমরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে বুকিং দিয়েছিলাম। কিন্তু আমাদের বুকিং বাতিল করা হয়েছে। এ জন্য আমাদের প্রেসক্লাবের সামনেই নতুন কমিটি ঘোষণা করতে হলো। এছাড়া সংবাদ সম্মেলন না করার জন্য আমাকে মোবাইলে হুমকি দেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে নতুন কমিটি নিজেদেরকে মূল স্রোতের অংশ হিসেবে দাবি করে বলেন, তারা জাতীয় ঐক্যফ্রন্টে যাবে বলেও জানান বাদল।
উল্লেখ্য, দলটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরী বিয়ে করেছেন দলটির মহাসচিব মেজর (অব:) আব্দুল মান্নানের মেয়ে লোপাকে। যিনি এখন লোপা চৌধুরী নামে পরিচিত।
নিউজওয়ান২৪/এএস