NewsOne24

খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রকে ১০০ মিলিয়ন ডলার দিল সৌদি?

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৯ অক্টোবর ২০১৮ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রকে ১০০ মিলিয়ন ডলার দিয়েছে সৌদি আরব। চলতি বছর আগস্ট মাসে রিয়াদ জানিয়েছিল, সিরিয়ার উত্তরাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে ওই পরিমাণ অর্থ প্রদান করা হবে।

কিন্তু সেই অর্থ যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে গত মঙ্গলবার, যেদিন সাংবাদিক জামাল খাশোগি ‘হত্যা’ বিষয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি সফরে গিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রশ্ন উঠেছে যে, খাশোগিকা-রিয়াদের ওপর যে চাপ বাড়ছে তা প্রশমিত করতেই এই অর্থ প্রদান করা হয়েছে?

 তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে সৌদি বাদশাহ ও যুবরাজের সঙ্গে পম্পেওয়ের যে আলোচনা হয়েছে তার সঙ্গে অর্থগ্রহণের কোনো যোগসাজশ নেই।

নিউজওয়ান২৪/জেডএস