NewsOne24

যারা ঐক্য করছেন তাদের ভবিষ্যৎ নেই: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে যারা ঐক্য করছেন তাদের কোনো ভবিষ্যৎ নেই, তারা জিরো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সিলেটে জালালাবাদ গ্যাস কোম্পানির কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জিরো জিরো জিরো মিলে ফলাফল জিরো হবে। আমি আগেই বলে আসছি, সব জিরো একসাথে মিললে পরে ফল জিরোই হবে।’

তবে মুহিতের মতে, বিএনপি যদি নির্বাচনে আসে এবং ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরীরা যদি তাদের সমর্থন দেয় তাহলে তাদের একটা অস্তিত্ব তৈরি হবে। তা না হলে তারা অস্তিত্বহীন দল।

আগামী ২৩ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ নিয়ে পুলিশি অনুমতি না পাওয়া প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘কেন পুলিশ অনুমতি দিল না তা আমার বোধগম্য নয়। এটা দিলে কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না।’

এর আগে মন্ত্রী সিবিএ পরিষদের অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আরও পাঁচ বছর যদি এই নেতৃত্ব বজায় থাকে, আওয়ামী লীগ যদি সরকারে থাকে তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘এখন আমরা সঠিক পথেই আছি। আমাদের অর্থনীতি এখন আগের চেয়ে অনেক সমৃদ্ধ। ২০২১ সালের যে রূপকল্প ছিল তা আমরা ইতিমধ্যেই অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি।’

অর্থমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগকে পুননির্বাচিত করার আহ্বান জানান।

নিউজওয়ান২৪