ভারতের রাস্তায় প্রকাশ্যে ‘পাকিস্তান জিন্দাবাদ’
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ছবি সংগৃহীত
ভারতে রাস্তায় প্রকাশ্যে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন উড়ানোয় মধ্যপ্রদেশের সাতনায় এই এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বেলুন বিক্রেতা ওই নারীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, মধ্যপ্রদেশে ১০ থেকে ১৫ জন এই ধরনের বেলুন বিক্রি করছে। বেলুনগুলো দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাজারে এক নারী ‘পাকিস্তান জিন্দাবাদ’ লেখা বেলুন বিক্রি করছে বলে খবর আসার পরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে।
তবে ওই নারীর কথায় অসংগতি ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি কখনো জানিয়েছে ওই বেলুন দিল্লি থেকে আনা হয়েছে, আবার জানিয়েছে স্থানীয় বাজার থেকে কিনেছে।
নিউজওয়ান২৪/এমএম