অপর মুসলিম তখন প্রাণ বাঁচায় ৬০ জনের...
বিশ্বসংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০১:১৫ এএম, ১৯ জুন ২০১৬ রোববার | আপডেট: ১১:০৫ এএম, ২৩ জুন ২০১৬ বৃহস্পতিবার

অরল্যান্ডোর নাইটক্লাবে যখন নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছিল ওমর মতিন নামের এক মুসলিম তখন একই স্থানে কমপক্ষে ৬০ জন মানুষের জীবন রক্ষা করেন অপর এক মুসলিম। শুক্রবার মার্কিন মিডিয়া এ খবর দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সাবেক মেরিন সেনা ইউসুফ সেদিন রাতে অন্যদের বাঁচাতে নিজের জীবন বাজিতে চড়িয়ে দিয়েছিলেন। তিনি কমপক্ষে ৬০জনকে মৃত্যুর ঝুঁকি থেকে নিরাপদে সরিয়ে আনেন।
নিউইয়র্কের বাসিন্দা ইমরান ইউসুফ ইউএস মেরিক কর্পস থেকে গত এপ্রিলে অবসর নেওয়ার পর মে মাসে ফ্লোরিডার ওই গে নাইটক্লাব পালসে যোগ দেন সিকিউরিটি গার্ড হিসেবে। ওমর মতিন যেরাতে (১২ জুন) নাইটক্লাবে হত্যাযজ্ঞ চালান সেসময় ইউসুফের ডিউটি ছিল। সিবিএস নিউজকে তিনি জানান, রাত পৌনে ২টার দিকে তিনি গোলাগুলির আওয়াজ পেয়ে দ্রুত ব্যাকডোরে ছুটে যান। তিনি বন্ধ দরোজা খুলে ভেতরে আটকে পড়া ষাট জনেরও বেশি মানুষকে প্রাণ বাঁচাতে সাহায্য করে অপরদিকে যখন মতিন বেপরোয়অ বাছবিচারহীন গুলি চালাচ্ছিল।
চার পুরুষ আগে ভারতীয় উপমহাদেশ থেকে ইউসুফের পূর্বপুরুষ গায়ানায় গিয়ে আবাস গড়েন। তবে এখন তারা যুক্তরাষ্ট্রের নাগরিক।
ইমরান ইউসুফ ২০১০ সালে মেরিন কর্পসে যোগ দেন ইঞ্জিনিয়ার ইকুইপমেন্ট ইলেক্ট্রিক্যাল সিস্টেমস টেকনিশিয়ান হিসেবে। ২০১১ সালে তাকে আফগানিস্তানে পোস্টিং দেওয়া হয়। চলতি বছরের মে মাসে মেরিন কর্পস থেকে অবসরে যাওয়া পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করেন। মেরিন কর্পসে চাকরিকালে্ গৌরবজনক দায়িত্ব পালনের জন্য ইউসুফ বেশ কিছু মেডেল পান।
অরল্যান্ডোর পালস নাইটক্লাবে ওমর মতিনের ওই উন্মত্ত গোলাগুলিতে সে রাতে ৪৯ জন নিহত হন আর আহত হন ৫৩ জন।
নিউজওয়ান২৪.কম/এসএল