NewsOne24

ঘরে ডেকে জাপটে ধরে... 

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ১০:৩০ এএম, ১৭ অক্টোবর ২০১৮ বুধবার


ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে আরো এক নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। 

সাংবাদিক তুষিতা প্যাটেল অভিযোগ করেন, কাজের কথা বলে ঘরে ডেকে তাকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন এম জে আকবর। পরপর দু’দিন।

প্রিয়া রামানি থেকে শুরু করে গত ১৫ দিনে এই নিয়ে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানালেন ১২ জন নারী। যদিও প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আকবর।

একটি খোলা চিঠিতে আকবরের যৌন হেনস্থার তিনটি ঘটনার উল্লেখ করেছেন তুষিতা। তিনি বেশ কিছু দিন আকবরের সঙ্গে দৈনিক ‘ডেকান ক্রনিকল’ এ কাজ করেছিলেন।

চিঠিতে তুষিতা জানিয়েছেন, ১৯৯২ সালের কথা। তখন তার (তুষিতা) বয়স ২২। আকবর তাকে কলকাতার একটি হোটেলে দেখা করতে বলেছিলেন। সেই ঘরে পৌঁছে দেখেন, একটি আন্ডারওয়্যার পরে বসে আছেন আকবর। এটা দেখে খুবই অপ্রস্তুতবোধ করেছিলেন তুষিতা। এক বছর পরে তুষিতা যোগ দেন ‘ডেকান ক্রনিকল’ এ। 

আকবর সেখানকার এডিটর-ইন-চিফ ছিলেন। ওই সময় কাজের অছিলায় হোটেলের ঘরে ডেকে তাকে জাপটে ধরে চুমু খেয়েছিলেন আকবর। পরের দিন হোটেলের কনফারেন্স রুমে তুষিতাকে ডাকেন আকবর। তুষিতা এড়িয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কাজের অছিলায় তাকে আবার ডাকেন আকবর। সেখানে তুষিতাকে একলা পেয়ে জাপটে ধরে আবার চুমু খান আকবর।

তুষিতা লিখেছেন, সেদিন আমি ওই ঘটনার পর বাথরুমে গিয়ে চোখে-মুখে পানি দিয়েছিলাম। আর কেঁদেছিলাম। তুষিতা বলেন, আকবর যদি এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন তাহলে সেই মামলা তিনি লড়তে রাজি আছেন। তুষিতা আরো জানিয়েছেন, শিগগিরই আরো অনেক নারী সাহস করে আকবরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন। - আনন্দবাজার পত্রিকা

নিউজওয়ান২৪/এমএম