ঘূর্ণিঝড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে শহরটি
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় 'মাইকেল'। ঘণ্টায় আড়াইশো কিলোমিটার বেগে আছড়ে পড়েছিল সেই ঝড়। ব্যাপক তাণ্ডব চালিয়েছে হ্যারিকেনটি। এই ঝড়ে মানচিত্র থেকে প্রায় মুছে গেছে মেক্সিকো বিচ-শহর সংলগ্ন একটি ভূখণ্ড। ‘মাইকেল’-এর এই তাণ্ডবলীলাকে ‘মাদার অফ অল বম্বস’-এর সঙ্গেও তুলনা করা হচ্ছে।
ফ্লোরিডা শহরের পশ্চিম উপকূলে মেক্সিকো বিচ শহরের কাছে আছড়ে পড়ে ‘মাইকেল’। ঘণ্টায় ২৫০ কি.মি. গতিবেগের ঝড়টির তীব্রতা এতটাই ছিল যে, বাড়িঘর, মালগাড়ির বগি খেলনার মতো উড়ে যায়। আগাম বন্দোবস্ত নিয়েও মৃত্যু এড়াতে পারেনি মার্কিন প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনো অনেকে নিখোঁজ।
এই হ্যারিকেনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা একটা ভূখণ্ড। সেই ধ্বংসস্তূপ সরালে আরো মৃত্যু বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা জানান, হ্যারিকেন মাইকেলের আঘাতে ফ্লোরিডা, জর্জিয়াসহ সংশ্লিষ্ট শহরগুলিতে বিদ্যুত্ পরিষেবা বিচ্ছিন্ন। উপকূলীয় অঞ্চলে বাড়িঘর, গাছপালা উপড়ে পড়ে। খেলনার মতো উড়ে যায় ঘরবাড়ি, ট্রেনের বগি।
নিউজওয়ান২৪/এমএস