NewsOne24

ব্রিটিশ রাজপরিবারে আসছে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১৬ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নার ছোট ছেলে প্রিন্স হ্যারি। পাঁচ মাস আগে মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করেন হ্যারি।  বিয়ের পাঁচ মাসের মাথায় সুসংবাদ পেলেন এ দম্পতি। 

বিয়ের পর আনুষ্ঠানিক রাজকীয় সফরে  তারা এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। এমন সময় সুসংবাদ পেলেন এই দম্পতি। কেনসিংটন প্যালেস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার সিএনএনের এক খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী বছরের বসন্তে তারা তাদের প্রথম সন্তানের মুখ দেখতে পাবেন বলে আশা করা হচ্ছে। জন্মের পর হ্যারি ও মেগান দম্পতির শিশু রাজসিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে।

গত শুক্রবারই রানি এলিজাবেথ ও রাজপরিবারের অন্য জ্যেষ্ঠ সদস্যদের এই খুশির খবরটি জানানো হয়। 

১৬ দিনের রাজকীয় সফরে হ্যারি-মেগান দম্পতি এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন। এই সফরেই তারা ফিজি, টোঙ্গা ও নিউজিল্যান্ড সফর করবেন। 

নিউজওয়ান২৪/এমএস