সেবক হত্যা: এবার শিবির আরিফুল ৫ দিনের রিমান্ডে
জেলা সংবাদদাতা
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:১০ এএম, ২৩ জুন ২০১৬ বৃহস্পতিবার
মঙ্গলবার শিবির নেতা আরিফুলকে আদালতে হাজরি করা হয় ছবি-নিউজওয়ান২৪.কম
পাবনা: জেলার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক শিবির নেতা আরিফুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পাবনা সদর থানা পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, মঙ্গলবার দুপুরে আটক আরিফুলকে পাবনা আমলী আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। আদালতের বিচারক নাজিমুদ্দৌলা শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আটক দু’জনকেই আলাদাভাবে ৫ দিনের রিমান্ডে নিলো পুলিশ। এর আগে গতকাল (সোমবার) একই আদালত আবুল হাশেম ওরফে গালকাটা হাশেম নামের এক সন্দেহভাজন আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার (১১ জুন) রাতে পাবনা সদর উপজেলার বাজিতপুর এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পাবনা শহর শিবিরের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইসলামকে আটক করে পুলিশ।
গত শুক্রবার (১০) জুন ভোরে প্রাতঃভ্রমণে বের হওয়ার পর পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
এদিকে, আফিরফুল ইসলামকে আটককরা প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা মুন্সী আবু কুদ্দুস নিউজওয়ান২৪.কমকে বলেন, তার নেতার কাছ থেকে উদ্ধার করা একটি মোবাইল ফোনে ৭টি মেসেজ পাওয়া গেছে। মোবাইল থেকে তার বান্ধাবীকে পাঠানো মেসেজে তিনি হত্যাকারীদের সম্পর্কে কিছু ইঙ্গিত দিয়েছেন। আমরা সে তথ্যগুলো নিয়ে কাজ করছি। আশা করি দ্রুত হত্যার ক্লু ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হতে পারবো।
নিউজওয়ান২৪.কম/এসআরএ/আরকে
