বিমান থেকে পড়ে এয়ার হোস্টেস আহত
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

ছবি: সংগৃহীত
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে পড়ে আহত হয়েছেন একজন এয়ার হোস্টেস। সোমবার সকালে মুম্বাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিবিসি।
আহত হর্ষা লোবোর হাড় ভেঙে গেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক বিবৃতিতে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুঃখজনক এ ঘটনাটির তারা তদন্ত করছে।
বিবৃতিতে বলা হয়, বোয়িং ৭৭৭ বিমানটি দিল্লি উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় হর্ষা লোবো এটির দরজা বন্ধ করতে গিয়ে নিচে পড়ে যায়।
হার্ষাকে হাসপাতালে নেয়ার আগে বিমানবন্দরেই তার চিকিৎসা শুরু করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ পরে জানায়, সে জ্ঞান হারায়নি। তবে তার পায়ের নিচের অংশের হাড় ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতও পেয়েছেন তিনি।
গত সপ্তাহে ভারতের ত্রিসিতে এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান উড্ডয়নের সময় বিমানবন্দরের দেয়ালে ধাক্কা দেয়।
নিউজওয়ান২৪/এএস