NewsOne24

খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত


খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য আগুন দিয়ে গৃহবধূ সালমা আক্তারকে পুড়িয়ে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমানসহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন।

মৃত্যুর আগে নিহত সালমার জবানবন্দি ও ৬ জন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালত অভিযুক্ত মিজানুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ও ২০০৩ এর ১১ এর(ক) ধারায় দোষি সাব্যস্ত হওয়ায় মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়। মামলার অন্য চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।

মামলার বাদী ও সালমার ভাই মো. নুরুজ্জামান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যায় বিচার পেয়েছেন বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে গায়ে পেট্রোল ঢেলে গৃহবধূ সালামার গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা নিয়ে দগ্ধের ক্ষতে আক্রান্ত হয়ে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়ির গুইমারার পৈত্রিক বাড়িতে মারা যান সালমা।

নিউজয়ান২৪/এমএম