NewsOne24

কোহলি-আনুশকা: ‘গিট্টু’ খুলছে, বাঁধছেন বিয়ের গাঁটছড়া!

খেলা ডেস্ক

নিউজওয়ান২৪.কম

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১২ জুন ২০১৬ রোববার | আপডেট: ১০:১০ এএম, ১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার

বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এই যুগলের প্রতিটি ঘটনাই শিরোনাম হয়েছে। ছাড়াছাড়ি, পুনর্মিলন সবকিছুই গল্পের উপলক্ষ হয়েছে ভক্তদের জন্য।

সর্বশেষ খবর অনুযায়ী এই দুই যুগলের মধ্যে বিবাহের কথাবার্তা চলছে! বিষয়টি্ আলোয় এনেছে টা্ইমস অব ইন্ডিয়া। ভারতের এই প্রভাবশালী সংবাদ মাধ্যম জানিয়েছে সুলতানের গানের স্যুটিং শেষ করে বুদাপেস্ট থেকে সোজা দিল্লিতে বিরাটের বাসায় যান আনুশকা। বিরাটের পরিবারের আনুশকাকে খুব পছন্দ। সেই সাক্ষাতেই হয়ে থাকতে পারে বিয়ের পাক্কা কথা।

এর আগে বুদাপেস্টে যাওয়া সময়েই কোহলিই তাকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। ওই সময় দীর্ঘ বিদায়ী আলোচনা আলিঙ্গন ও চুমুতেই শেষ হয়। তাহলে কি চড়াই উৎরাই পেরিয়ে থিতু হতে যাচ্ছে এই যুগল? জবাবের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়।

নিউজওয়ান২৪.কম/এবি