দক্ষিণ চীন সাগরে আগুন নিয়ে খেলবেন না!
বিশ্ব সংবাদ ডেস্ক
নিউজওয়ান২৪.কম
প্রকাশিত : ০৫:৪৫ এএম, ১২ জুন ২০১৬ রোববার | আপডেট: ০৫:৩৪ পিএম, ১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার

দক্ষিণ চীন সাগর নিয়ে ফের মেজাজ গরম ভাব দেখালো চীন। সম্প্রতি ফিলিপাইন্স ও দুনিয়ার তাবৎ দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে চীন বলেছে, দক্ষিণ চীণ সাগরকে কেন্দ্র করে কেউ যেন আগুন নিয় খেলা না করে।
এশিয়ার বৃত্তম শক্তি চীন ফিলিপাইন্সকে বলেছে, সমস্যার সমাধান আলোচনার টেবিলে করে ফেলতে। তবে আলোচনার টেবিলে সমাধান চাওয়া চীনই ওই অঞ্চলের বাইরের দেশগুলোকে বলেছে- দক্ষিণ চীন সাগরে আগুন নিয়ে খেলা বন্ধ করতে।
লন্ডন থেকে সিনহুয়া জানায়, ব্রিটেনে চীনা রাষ্ট্রদূত লিউ শাওমিং তার এক লেখায় এমন বক্তব্য দিয়েছেন। ‘অ্যা সিরিয়াস ইন্টারন্যাশনাল সিচুয়েশন ইজ ডেভেলপিং ইন দ্য সাউথ চায়না সি রিজন’ শিরোনামের ওই লেখাটি সম্প্রতি বৃটিশ দৈনিক ডেইলি ট্রেলিগ্রাফ প্রকাশ করেছে।
নিউজওয়ান২৪.কম/পিএন