২০ অক্টোবর জাপা`র নির্বাচনী নীতিমালা ঘোষণা করবেন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রোববার

ফাইল ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ২০ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পার্টির মহাসমাবেশ থেকে নির্বাচনী নীতিমালা ঘোষণা করবেন।
রবিবার এক বিবৃতিতে এরশাদ বলেন, দেশ এখন এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। অনেকেই নির্বাচন অনুষ্ঠানেরও ব্যাপারেও সন্দেহ প্রকাশ করছে। কিন্তু গণতান্ত্রিক শাসন বহাল রাখা এবং দেশে সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। ২০ অক্টোবরের মহাসমাবেশে পার্টির নির্বাচনী নীতিমালা ঘোষণা করা হবে।
সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি আরো বলেন, ২০ অক্টোবরের মহাসমাবেশ হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব শেষ মহাসমাবেশ। তাই এই মহাসমাবেশে পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। এখানে পার্টির নির্দেশনা নিয়ে সর্বস্তরের নেতা-কর্মীকে মহাসমাবেশের পর দেশব্যাপী কাজ শুরু করতে হবে।
এছাড়াও এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতিও আহ্বান জানিয়েছেন এরশাদ।