চ্যানেলগুলোকে সামাজিক দায়বদ্ধতার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৩৫ এএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

ফাইল ছবি
টিভি স্টেশনগুলোকে সমাজের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে দেশ ও সমাজের উন্নয়নে জনগণকে সঠিক পথ দেখাতে উদ্যোগী হতে টিভি মালিকদের প্রতি সুপারিশ রেখেছেন।
বুধবার বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর প্রতিনিধিদের সঙ্গে নিজ কার্যালয়ে মতবিনিময়ে এ আহ্বান জানান তিনি।
দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে টিভি স্টেশনগুলোকে জনগণের জন্য আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অশুভ তৎপরতা নিয়ন্ত্রণে রেখে সমাজকে সুন্দর রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন। সামাজিক মাধ্যম ব্যবহারে সমাজে বেড়ে চলা অশান্তি অনৈতিক কর্মকাণ্ড অপপ্রচার রোধে এ আইন জনগণকে সুরক্ষা দেবে।
নিউজওয়ান২৪/জেডএস