চিড়িয়াখানা কর্মীর ঘাড় মটকে দিলো বাঘ
আন্তড়র্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৮:৪২ এএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার

ফাইল ছবি
জাপানে দক্ষিণের নগরী কাগোশিমার হিরাকাওয়া জিওলজিক্যাল পার্কে বাঘের আক্রমণে এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত কর্মী হলেন আকিরা ফুরুশো (৪০)।
ধারণা করা হচ্ছে, আকিরা বাঘের খাঁচাটি পরিষ্কার করতে গিয়েছিলেন। সাধারণত খাঁচার ভেতর চিড়িয়াখানার কর্মীরা প্রবেশ করার আগে প্রাণীদের সরিয়ে নেয়া হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে, আকিরা বাঘটির খাঁচার ভেতর পড়ে থাকতে দেখা যায়। তার ঘাড় থেকে রক্ত ঝরছিল। খাঁচা থেকে উদ্ধার করে হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা আকিরাকে মৃত ঘোষণা করেন।
নিউজওয়ান২৪/এমএস