আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
নিউজ ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি
হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি জিনাত আরাসহ তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর তাদেরকে এ নিয়োগ দেয় মন্ত্রণালয়।
হাইকোর্ট বিভাগ থেকে নিয়োগ পাওয়া তিন বিচারপতির মধ্যে বিচারপতি জিনাত আরা ছাড়া অন্যান্যরা হলেন, বিচারপতি নুরুজ্জামান ননী ও বিচারপতি আবু বকর সিদ্দীকী।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতি শপথ নেবেন।
নিউজওয়ান২৪/এএস