প্রতারিত না হতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৫:০৬ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন আন্তর্জাতিক দিবস উপলক্ষে মিথ্যা প্রকাশনার নাম করে বিজ্ঞাপন চেয়ে অর্থ প্রদানের জন্য বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট জালপত্র প্রেরণ করা হচ্ছে।
এমন অবস্থায় কোনো রকমের ব্যবস্থা নেয়ার পূর্বে বিজপ্তিতে দেয়া ফোন নাম্বারে (মহাপরিচালক (বহিঃপ্রচার), ফোন নম্বর- ৯৫৬২৯৫২) তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিউজওয়ান২৪/টিআর