ভূমধ্যসাগরে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি
ভূমধ্যসাগরে দুটি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের পর সাগরের চার কিলোমিটার এলাকাজুড়ে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে।
রোববার ফ্রান্সের কর্সিকা দ্বীপের উত্তরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ওই অঞ্চলের উপকূলীয় কর্তৃপক্ষগুলো
জাহাজ দুটির মধ্যে একটি তিউনিসিয়ার ও অপরটি সাইপ্রাসের বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফ্রান্সের সমুদ্র কর্তৃপক্ষ জানিয়েছে, তিউনিসিয়ায় রেজিস্ট্রিকৃত জাহাজটি ট্রাক ও পণ্যদ্রব্য বহন করছিল, রোববার সকালে এটি সাইপ্রাসে রেজিস্ট্রিকৃত সিএসএল ভার্জিনিয়াকে ধাক্কা দেয়। এতে ভার্জিনিয়ার কাঠামোতে কয়েক মিটার বড় একটি গর্ত তৈরি হয়ে যায়, আর সেই গর্ত দিয়ে তেল ঝরতে শুরু করে।
কর্সিকা থেকে উত্তরপশ্চিম দিকে ফ্রান্স ও ইতালির মূলভূখণ্ড বরাবার সাগরে চার কিলোমিটার লম্বা ও কয়েকশ মিটার চওড়া হয়ে তেল ছড়িয়ে পড়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
সাগরের আরো বড় এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়া রোধ করতে ফ্রান্স, মোনাকো ও ইতালির কর্তৃপক্ষ কাজ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
নিউজওয়ান২৪/এমএম