NewsOne24

বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি!

নিউজ ডেস্ক

নিউজ ওয়ান২ ৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

জামালপুরের ইসলামপুর-মেলান্দহ উপজেলা সংযোগ সড়কে হরকাখালী খালের নড়বড়ে একটি বাঁশের সাঁকো। এ সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই উপজেলার হাজারো মানুষ।

মাহমুদপুর-নোয়ারপাড়া ইউপি সীমান্ত এলাকা হরকাখালী নামস্থানে আগে বন্যায় ভেঙে একটি খালের সৃষ্টি হয়। বর্তমানে সেটি হরকাখাল নামে পরিচিত। কিন্তু ২ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের ওই খালে ব্রিজ নির্মাণ না হওয়ায় ২ উপজেলার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ মাহমুদপুর বাজার-ধর্মকুড়া বাজারের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ধর্মকুড়া-মাহমুদপুর জিসি নামে এ সড়কটি নির্মাণ করেছিলো। বন্যায় সড়কটি ভেঙে যাওয়ায় হাজার হাজার পথচারী ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহাচ্ছে।

নোয়ারপাড়ার ইউপি আব্দুল হাই জানান, ২ উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় হরকাখালের উপর কোন উপজেলাই একটি ব্রিজ নির্মাণ করছে না। ব্যবসায়ী আসলাম জানান, এ বছর বন্যার পানি না আসায় কষ্ট হলেও সাঁকোর নিচ দিয়ে যানবাহন ও পথচারী চলাচল করতে পারছে। বন্যা মওসুমে ২ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় সাইদুর রহমান বলেন, বাঁশের সাঁকোটিও নড়বড়ে হয়ে যাওয়ায় পথচারীরা সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপারে বাধ্য হচ্ছেন।

নিউজওয়ান২৪/জেডএস