বুলগেরিয়ায় নারী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
নিউজ ওয়ান২ ৪
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

ছবি: সংগৃহীত
বুলগেরিয়ার রুশ শহরে একজন অনুসন্ধানী নারী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৩০ বছর বয়সী ভিক্টোরিয়া মারিনোভা নামের এই সাংবাদিকের লাশটি শনিবার শহরের একটি পার্ক থেকে উদ্ধার করা হয়েছে বলে শহরের প্রাদেশিক প্রসিকিউটর নিশ্চিত করেছেন। খরব আলজাজিরা।
রুশের আঞ্চলিক প্রসিকিউটর জর্জি জিওর্জিভ জানান, এখনো তার মোবাইল ফোন, গাড়ির চাবি, চশমা এবং পোশাকের একটি অংশ খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, মাথায় আঘাত ও শ্বাসরোধের কারণে মারা গেছেন ভিক্টোরিয়া মারিনোভা। পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্লাদের মারিনভ নিশ্চিত করেন হত্যার আগে ধর্ষণের শিকার হয়েছিলেন এই সাংবাদিক।
তদন্তকারীরা তার ব্যক্তিগত এবং পেশার সঙ্গে সম্পর্কিত যাবতীয় বিষয় খতিয়ে দেখছেন। এছাড়া নিহতের শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রস্তুত করা হচ্ছে।
মারিনোভা স্থানীয় টিভিএন নামের একটি টেলিভিশন চ্যানেলের অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
নিউজওয়ান২৪/এমএস